1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পরীক্ষার দিন রেলের নিয়োগ পরীক্ষা স্থগিত, চাকুরী প্রত্যাশীদের ক্ষোভ! - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

রাজশাহীতে পরীক্ষার দিন রেলের নিয়োগ পরীক্ষা স্থগিত, চাকুরী প্রত্যাশীদের ক্ষোভ!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :

পরীক্ষার দিন পশ্চিমাঞ্চল রেলওয়ের টিকেট কালেক্টর (গ্রেড-২) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে শুক্রবার দুপুরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষার্থীরা রাজশাহীতে এসে পৌঁছান। কিন্তু হঠাৎ এ ঘোষণা আসায় ক্ষোভ করেছেন তারা। দুপুরেই রেল ভবনে জড়ো হয়ে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।

সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ১৪ হাজার, দিনাজপুর থেকে ছয় হাজার এবং নওগাঁ থেকে দুই হাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০ হাজার পরীক্ষাথী এ পরীক্ষায় অংশ নিতে রাজশাহী এসেছিলেন। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার মাত্র আধা ঘণ্টা আগে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার দিন পরীক্ষা পূর্ব ঘোষণা ছাড়াই স্থগিত করায় ক্ষোভে ফুঁসে উঠেন পরীক্ষার্থীরা। গত বছর নভেম্বর মাসে বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর (গ্রেড-২) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয় । এই নিয়োগের পরীক্ষা ছিল শুক্রবার। দুপুরে পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে গেলে জানতে পারেন তাদের পরীক্ষা কেন্দ্রতে কোনো সিট বসানো হয়নি। এরপর তারা নগরীর রেলগেট সংলগ্ন রেল ভবনে গিয়ে দেখেন পরীক্ষা স্থগিতের নোটিস ঝোলানো আছে।

প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে পরীক্ষার্থীদের জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ এবং র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের কথায় না সরলে সেখানে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) অসিম কুমার তালুকদার পৌঁছে পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়ার আশ্বাস দেন। এরপর পরীক্ষার্থীরা সেখান থেকে চলে যেতে শুরু করেন। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) অসিম কুমার তালুকদার বলেন, প্রশ্ন নিয়ে সমস্যা হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। যে সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার জন্য এসেছিলেন তাদের পরীক্ষা পররর্তীতে নেয়া হবে। পরে পরীক্ষার দিন-তারিখ নোটিসে জানানো হবে ।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team