লালপুর (নাটোর) প্রতিনিধি : চলতি বছর নাটোরের লালপুরে উচ্চ মাধ্যমিক (এইচএসসি ও সমমান) পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। এর মধ্যে মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের ছয় জন, গোপালপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের তিন জন, মাজার শরীফ মহিলা টেকনিক্যাল কলেজের দুই জন জিপিএ-৫ পেয়েছে।
এছাড়াও উপজেলার একমাত্র সরকারী কলেজ আব্দুলপুর সরকারী কলেজ, লালপুর কে এন পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ,ওয়ালিয়া হাকিমুন্নেছা ও গোপালপুর পৌর টেকনিক্যাল কলেজের একটি করে জিপিএ-৫ পেয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই