বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে৷ এ উপলক্ষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা গতকাল প্রকাশ করা হয়।
গনতান্ত্রিক পন্থায় দুই দলের অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । শিক্ষক সমিতির এই নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য(নীল দল) এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট(নীল দল) এই দুটি দল অংশগ্রহণ করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির মুক্তিযুদ্ধ কর্নারে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭৫ জন । নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা খানম।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য(নীল দল) এর চূড়ান্ত প্রার্থীরা হলেন সভাপতি পদে ইটিই বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান , সহ-সভাপতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা জাকিয়া সুলতানা মুক্তা, সাধারণ সম্পাদক গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিনারুল ইসলাম, যুগ্ম সাধারণ-সম্পাদক পদে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান, প্রচার-সম্পাদক পদে রসায়ন বিভাগের প্রভাষক মোঃ নাসির উদ্দিন, এবং কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তাপস বালা।
এছাড়া সদস্য পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুকান্ত বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপিকা তানিয়া আফরিন তন্বী, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইমরান হোসাইন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক লুতফুল কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নেসারুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রভাষক বিভাগের চয়ন মন্ডল, এ্যাপলাইড কেমিষ্ট্রি এ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক দেবব্রত পাল।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট(নীল দল) দলের চূড়ান্ত প্রার্থীরা হলেন সভাপতি পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুজ্জামান ভূইয়া, সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা রায়, সহ সভাপতি পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সায়েদা মাহমুদা, প্রচার সম্পাদক পদে মার্কেটিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান , কোষাধ্যক্ষ পদে কৃষি বিভাগের প্রভাষক এইচ এম আনিসুজ্জামান।
এছাড়া সদস্য পদে, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা আক্তার, বাংলা বিভাগের প্রভাষক মুমতাহানা মৌ, ড. মোঃ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মনোয়ার হোসেন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোঃ মাইদুল হোসেন, ইলেকট্রিক্যাল এ্যন্ড ইলেকট্রনিক্স বিভাগের প্রভাষক পান্থ প্রতিম সরকার, ড. মোঃ তারিকুল ইসলাম, মাসুমা পারভীন, তন্ময় বর্মন।
নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচন কমিশনার মানসুরা খানম বলেন,” আমরা সম্পুর্ণভাবে একটি স্বাধীন নির্বাচন কমিশন এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই । নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য আমরা সকল পূর্ব প্রস্তুতি ইতঃপূর্বে সম্পন্ন করেছি এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা ব্যক্ত করছি।
উল্লেখ্য, শিক্ষক সমিতি তাদের ন্যায্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রশাসনের কাছে দাবিদাওয়া উপস্থাপন ও বাস্তবায়নে ভূমিকা রাখার মাধ্যমে শিক্ষার্থী সহ সামগ্রিক কল্যাণে অবদান রাখে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন