গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহের সূচনা করা হয় এ উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগ পোনা অবমুক্তকরণ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যাালি বের হয়ে রহনপুর পৌর শহর প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ করণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, মৎস্য চাষী সিরাজুল ইসলাম ও আব্দুল মালেক প্রমূখ। আলোচনা শেষে তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।