1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মেয়র প্রার্থী লিটনের গণসংযোগ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীতে মেয়র প্রার্থী লিটনের গণসংযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চেয়ে মহানগরীর ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্র্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভায় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংগ্রহণ করে। জানা যায়, বুধবার সকাল ১০টায় মহানগরীর ১৭ ওয়ার্ডের (পূর্ব) নওদাপাড়া বাজার থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত, মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর আমচত্বর ও কালুরমোড় এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় সর্বস্তরেরর জনসাধারণের ঢল নামে খায়রুজ্জামান লিটনের গণসংযোগ ও পথসভায়।
কালুরমোড়ে এক পথসভায় খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর মানুষ বুঝে গেছে, কাকে দিয়ে উন্নয়ন সম্ভব। তাই তারা আগামীতে আর কোনো ভুল করতে চায় না। এজন্য রাজশাহীর জনগণ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহীর উন্নয়নে শিল্পায়ন করা হবে, ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে। আবারো ঝকঝকে চকচকে নগরী হিসেবে রাজশাহীকে গড়ে তোলা হবে। সবাইকে সাথে নিয়ে সুন্দর রাজশাহীতে গড়তে চাই। এজন্য সবার সহযোগিতা ও ভোট প্রয়োজন। দলমত নির্বিশেষে রাজশাহীর উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিন।
গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির মেয়র রাজশাহীর উন্নয়নে ব্যর্থ হয়েছেন। এজন্য রাজশাহীর মানুষ তার উপর ক্ষুব্ধ। রাজশাহীর উন্নয়নের স্বার্থে সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। যেখানেই যাচ্ছি নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। এককথায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team