নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১৩ জন মাদকসেবীকে বিভিন্ন অপরাধে কারাদ- দেওয়া হয়েছে। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী এর সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত ১৫ জুলাই দুপুর পৌণে ১টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত নগরীর
কাশিয়াডাংগা থানাধীন গুড়িপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১৩ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জন আসামীকে ৬ মাস, ৩ জন আসামীকে ৩ মাস, ২ জন আসামীকে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। কারাদন্ডপ্রাপ্ত আসামীদেরকে আইনানুগভাবে রাজশাহী জেলা কারাগারে হস্তান্তর করা হয় ও উদ্ধারকৃত গাঁজা এবং অন্যান্য আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে