1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রণবীরের প্রশংসা করলেন আলিয়ার বাবা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

রণবীরের প্রশংসা করলেন আলিয়ার বাবা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুলা, ২০১৮

বিনোদন ডেস্ক: রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রণয়ের গুঞ্জনে উত্তাল বলিউড। এদিকে রণবীর নিজেও স্বীকার করেছেন, তিনি প্রেম করছেন। তাদের সম্পর্ক নিয়ে যখন আলোচনা তুঙ্গে, এর মাঝেই কিছুদিন আগে গভীর রাতে আলিয়ার বাড়ি যান রণবীর। আর তারপর থেকেই ফের শুরু হয়েছে জল্পনা।

এ সময় আলিয়ার বাবা মহেশ ভাটের সঙ্গেও আলাপ করেন রণবীর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

কেউ কেউ বলছিলেন আলিয়াকে বিয়ের প্রস্তাব দিতেই তাদের বাড়ি গিয়েছিলেন রণবীর। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্প্রতি রণবীরের বেশ প্রশংসা করেছেন আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাট। আলিয়া-রণবীরের সম্পর্কটা বেশ জমে উঠেছে। এখন শুধুই রণবীর ও আলিয়ার বিয়ের খবর শোনার অপেক্ষা করছে বলিউড।

এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর থেকে জানা গেছে, আলিয়ার প্রতি রণবীরের ভালো লাগাটা বহুদিনের।  তাদের সম্পর্ক আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই রণবীর যে আলিয়ার বিষয়ে বেশ যত্নশীল ছিলেন তা সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই বোঝা যাচ্ছে। ভিডিওটি ২০১৭ সালের নভেম্বর মাসের।

যেখানে রণবীর ও আলিয়া দুজনে মরণোত্তর অঙ্গদান বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ‘বলিউড ফান৩৬০’র ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের শেষে প্রকাশ্যেই নিজের গাড়িতে আলিয়াকে তার বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন রণবীর। আলিয়াও কোনো দ্বিধা না করেই রণবীরের প্রস্তাবে রাজি হয়ে যান।

 খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST