‘আমার আগামী ছবি সঞ্জয় দত্তের বায়োপিক’। হিরানির এমন ঘোষণার পরই হইচই পড়ে গিয়েছিল সিনে টু দর্শকমহলে। মাঝে মাঝে পাপরাজিৎদের ক্যামেরায় ধরা পড়া, সিনে সঞ্জয়ের ছবি উস্কে দিয়েছে সেই গুঞ্জন। তবে টিজার ও ট্রেলার মুক্তির পর ভেঙেছে ধৈর্য্যের বাঁধ। সাবই দিন গুনছিল মুক্তির দিনটির। অবশেষে মুক্তি পেয়েছে ‘সঞ্জু’।
মুক্তি পেতেই বক্স অফিসে জাঁকিয়ে বসেছে ছবিটি৷ নিন্দুকেরা বলেছিলেন প্রথম কয়েকদিনই ভালো ব্যবসা করবে মুভিটি৷ এক সপ্তাহ পরই মুখ থুবড়ে পড়বে বক্স অফিসে৷ বক্স অফিসের কিং সলমন খানের সঙ্গে টক্করে টিকতে পারবেনা রণবীর৷ সেসব ধারণা ভুল প্রমাণ করে সেরার সেরা শিরোপা নিয়ে বক্স অফিসে সুপারহিট ‘সঞ্জু’৷
ছবি: ট্যুইটারের সৌজন্যে
ইতিমধ্যেই গোটা বিশ্বে ৫০০ কোটি আয় করে ফেলেছে ‘সঞ্জু’৷ ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ ট্যুইট করে ‘সঞ্জু’র কালেকশন সকলের সামনে এনেছেন৷ প্রথমদিন থেকেই ছক্কা মারছে এই ফিল্ম৷ পাশাপাশি রণবীরের কেরিয়রে এই মুভি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে৷ ছবির ইউএসপি রণবীরের নানান লুক নয়, তাঁর গলার স্বর, হাবভাব, চালচলন। তবে শুধু সিনে সঞ্জয় নয়! সঙ্গে খাসতা, চুরমুড়ে সঞ্জু বাবা গসিপ। ঝাঁ চকচকে গ্ল্যামারের দুনিয়া থেকে গরাদের পেছনের অন্ধকার জগত! সফলতা, প্রেম, ব্যর্থতা, ফের ঘুরে দাঁড়ানও-বর্ণময় সঞ্জয়ের জীবন। যাতে রয়েছে বিনোদনের সব রশদই। আর সেই নিয়ে পর্দায় কাহিনি বুঁনেছেন রাজকুমার হিরানি।