নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে ২৭ জন মাদকসেবীর কারাদণ্ড দেওয়া হয়েছে। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ এর সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত ১২ জুলাই জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক স্পট এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রামম্যাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, জয়পুরহাট এর সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত ১২ জুলাই জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক স্পট এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাজিবুল আলম, পাঁচবিবি, জয়পুরহাট এর সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত ১৩ জুলাই পাঁচবিবি থানাধীন আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়। এ ছাড়া ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে