নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কপোরেশন নির্বাচন উপলক্ষে পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে রাজশাহী মহানগরী। ৩০ জুলাই নির্বাচনে জয়লাভ করার লক্ষ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পোস্টার ও ফেস্টুন টানিয়েছেন। কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে পোস্টার ও ফেস্টুন টানিয়ে প্রচারণা করলেও মেয়র প্রার্থীদের পোস্টারে ভিন্ন চিত্র দেখা গেছে।
নগর জুড়ে আ’লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পোস্টার ও ফেস্টুন বেশি দেখা গেছে। বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্য প্রার্থীদের পোস্টার ও ফেস্টুন তেমন দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শুরুর পর মধ্য রাতে মেয়র প্রার্থী লিটনের নেতাকর্মীরা নগরজুড়ে পোস্টার ও ফেস্টুন টানান। তারা এমনভাবে ফেস্টুনগুলো লাগিয়েছে যে অন্য কোন প্রার্থীর সেখানে পোস্টার লাগানোর কোন সুযোগ নেই। নগরজুড়ে একই চিত্র দেখা গেছে। আবার দু’একটি স্থানে বিএনপি প্রার্থীর পোস্টার লাগালেও সেগুলো তুলে ফেলা হয়েছে বলে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। নগরীর বিভিন্ন মোড় ও বাজারে এমনই চিত্র দেখা গেছে।
তবে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরাও পোস্টার ও ফেস্টুন লাগিয়ে নিজের প্রচার-প্রচারণা করছেন।
১১ তারিখের পর থেকেই রাসিক নির্বাচনের হেভিওয়েট দুই মেয়র প্রার্থী ও তাদের নেতাকর্মীরা গণসংযোগ ও মিটিং-মিছিলে ব্যস্ত সময় পার করছেন। দিনরাত তারা ভোটারদের কাছে গিয়ে নিজের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। আগামী ৩০ জুলাই ভোট অনুষ্ঠিত হবে।
খবর২৪ঘন্টা/এমকে