সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ২২০ বোতল এ্যালকোহল জাতীয় মাদকসহ দুই নারী-পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলকুচি থানার পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে বেলকুচি পৌর এলাকার শেরনগর দক্ষিনপাড়ার আক্তার হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী খাদিজা খাতুন (৩২) ও আলমগীর হোসেন কালু নামে দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খাদিজা খাতুন বেলকুচি পৌর এলাকার শেরনগর দক্ষিনপাড়ার আক্তার হোসেনের স্ত্রী এবং
আলমগীর হোসেন কালু পাবনার আতাইকুলা থানার সাম পুষ্পপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বেলকুচিতে মাদকের বড় একটি চালান শেরনগর এলাকা থেকে পাচার হয়ে যাচ্ছে এমন
সংবাদের ভিত্তিতে আমি ও থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল আলিমের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময়, ২২০ বোতল এ্যালকোহল জাতীয় মাদকসহ মহিলা ব্যবসায়ী খাদিজা খাতুন ও পুরুষ ব্যবসায়ী আলমগীর হোসেন কালু নামে দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।