নাটোর প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ফুটবল দলের অংশগ্রহনে চলনবিল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে দমদমা স্কুল এন্ড কলেজ মাঠে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, মাদক ও সন্ত্রাস জীবন থেকে জীবন কেড়ে নেয়। অন্যদিকে ক্রীড়া চর্চা জীবনকে সুস্থ্য ও
সুন্দর করে। তাই শিক্ষার্থীসহ যুব সমাজকে খেলার সবুজ মাঠে ফিরে আসতে হবে।
পলক বলেন, চলনবিলের সকল জনপদে বছর ব্যাপী বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হবে। ফুটবল শেষ হলে শিক্ষার্থীদের জন্যে সাঁতার প্রতিযোগিতা শুরু হবে। সিংড়া উপজেলার ৮০ হাজার শিক্ষার্থীকে সাঁতার শেখানো হবে। এ লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেকটিতে এবং পৌর এলাকায় সাঁতার শেখা ও চর্চা করার জন্যে অন্তত: একটি পুকুর মাছ চাষ মুক্ত রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস উদ্বোধনী অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন। টুর্ণামেন্ট কমিটির সভাপতি আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় ইটালী ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে ডাহিয়া ইউনিয়ন ফুটবল দল।
ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী পলক খেলার মাঠে জেলা পরিষদের অর্থায়নে ৭২ লাখ টাকা ব্যয়ে মিনি গ্যালারিরও উদ্বোধন করেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।