1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আন্তঃ উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ উদ্ধোধনী খেলায় গোদাগাড়ী বিজয়ী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৭ মে ২০২৫, ১০:০০ অপরাহ্ন

আন্তঃ উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ উদ্ধোধনী খেলায় গোদাগাড়ী বিজয়ী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
গোদাগাড়ী  প্রতিনিধিঃ আন্তঃ উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ উদ্ধোধনী খেলায় গোদাগাড়ী উপজেলা ১-০ পুঠিয়া উপজেলাকে পরাজিত করেছে।

খেলার ৭৫ মিনিটে গোদাগাড়ী উপজেলার নাইজেরিয়ান খেলোয়ার ২ নং জার্সি পরিহিত নানা একমাত্র গোলটি করেন। আন্তঃ উপজেলা জেলা প্রশাসক গোল্ডকাট দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। গোদাগাড়ী ভেন্যুতে অংশ গ্রহণকারী দল সমূহ হচ্ছে গোদাগাড়ী, পুঠিয়া, তানোর ও মোহনপুর উপজেলা।

গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য সংখক ফুটবল প্রেমী দর্শক গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলার খেলাটি উপভোগ করেন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আকতার ।

সোমবার বিকেলে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কলেজ মাঠে খেলার উদ্বোধন করে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মাদক মুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার কোন বিকল্প নাই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়া ক্ষেত্রে প্রণোদনা দেয়ার ফলে এক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জণ করেছে বাংলাদেশ। এই বরেন্দ্র পোড়ামাটির সন্তানরা মাত্র কিছুদিন আগেই  স্কুল পর্যায়ের ফুটবল খেলায় জাতীয়ভাবে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের কর্মকান্ড উল্লেখ করে তিনি বলেন, এই মাটিকাটা উজানপাড়া অঞ্চলে মেলার নামে অশোভনীয় নাচগান করা হয়েছে। এবং জুয়ায় সর্বশ্রান্ত করা হয়েছে নিরীহ শান্তি প্রিয় মানুষকে। তিনি বিএনপি জামায়াত জোটের রজনীতি প্রত্যাখান করে বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামীলীগের রাজনীতিকে এগিয়ে নেয়ার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুঠিয়া ও তানোর  উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাাডি, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সেক্রেটারী মুরাদুজ্জামান এলান, গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আকবর আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু।

খেলাটির ধারাভাষ্য প্রদান করেন, বিশিষ্ট ধারাভাষ্যকার আব্দুর রোকন মাসুম, ইমন এবং গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এবিএম কামারুজ্জামান বকুল।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team