
গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহী -১ গোদাগাড়ী – তানোর আসনে শফিক বিশ্বাসকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষনা করায় মিষ্টি বিতরণ করেছে গোদাগাড়ী জাতীয় পার্টি।
সোমবার বিকেল ৫ টায় গোদাগাড়ী পৌর ও উপজেলা জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ভুটুর সভাপতিত্বে জরুরী সভায় এই মিষ্টি বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জাতীয় পার্টির যুগ্নসাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম কালু।
পৌরযুব সংহতির সভাপতি তৌহিদুল ইসলামের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউপি জাতীয় পার্টির সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক শাহিন ইসলাম মাজন, মাটিকাটা ইউপি সভাপতি তোসলেম উদ্দীন, সাধারন সম্পাদক মোস্তাকিম, মোহনপুর ইউপি সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক ঝালু, বাসুদেবপুর সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল, গোগ্রাম ইউপি সভাপতি হাসিম উদ্দীন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, পাকড়ী সভাপতি লাল মোহাম্মাদ, সাধারণ সম্পাদক আলফাজ উদ্দীন, রিশিকুল ইউপি সভাপতি সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চর আষাড়ীয়াদহ ইউপির সভাপতি আশরাফুল ইসলাম ভোলা, সাধারণ সম্পাদক মাইনুল ইসলামসহ জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, রাজশাহী- ১ গোদাগাড়ী – তানোর আসনে শফিক বিশ্বাসসহ রাজশাহী -৪, রাজশাহী -৫ ও রাজশাহী -৬ আসনে যেসব প্রার্থীকে জাতীয় পার্টি প্রার্থী মনোনিত করায় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, কো- চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ সকল কেন্দ্রীয় নেত্রীবৃন্দকে গোদাগাড়ী উপজেলা, পৌরসভা ও অঙ্গ সংগঠনসহ গোদাগাড়ী – তানোর বাসির পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। তিনি গোদাগাড়ী -তানোর এর সকল নেতাকর্মীকে একসাথে শফিক বিশ্বাসের পক্ষে কাজ করতে বলেন।
উল্লেখ্য সদ্য ঘোষণাকৃত জাতীয় পার্টির প্রার্থী শফিক বিশ্বাস হলেন, রাজশাহী – ১ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের আপন মামাতো ভাই।
খবর ২৪ঘণ্টা/ নই