নাটোর প্রতিনিধি: নাটোরে বিদ্যুৎ স্পৃষ্টে আরিফ হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার সময় সদর উপজেলার লক্ষ্মিপুর খোলাবাড়িয়া গ্রামের দবিরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন ওই গ্রামের আব্দুল আউয়াল সরকারের ছেলে। সে দরাফপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
নাটোর সদর উপজেলার ৪নং লক্ষ্মিপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন ভুইয়া এতথ্য নিশ্চিত করে জানান, আরিফ সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতা বশত মাটিতে পড়ে থাকা একটি বিদ্যুতের তারের সাথে স্পর্শ লেগে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। এসময় স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরিফ।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।