নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে পতাকা মিছিলে ছাত্রলীগের হাতুড়ি পেটায় পা ভেঙ্গে যাওয়া তরিকুল ইসলাম তারিকের শারিরীক অবস্থা ভাল নয় বলে চিকিৎসক জানিয়েছেন।
শনিবার রয়্যাল হাসপাতালের কনসালটেন্ট সাইদ আহম্মেদ বাবু বলেন, গতকাল বৃহস্পতিবার তরিকুলের ঘাড়ের এক্সরে করা হয়েছিল। এক্সরে রিপোর্টে তার অবস্থা ভাল মনে হচ্ছেনা। তার অবস্থা খুব বেশি ভাল নয়। তার জন্য নড়াচড়া করাও খুব কঠিন।বিষয়টি ভালভাবে দেখার জন্য এমআরআই করতে দেওয়া হয়েছে। মেরুদণ্ডের হাড় ভেঙ্গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমি পরিস্কার নয়।
গতকাল বৃহস্পতিবার পা ভেঙ্গে যাওয়া তরিকুল বলেন, কোটা বিরোধী আন্দোলনে পতাকা মিছিলে ছাত্রলীগ হামলা করে। সবাই পালাতে গিয়ে আমি পড়ে যায়। তারা আমাকে একা পেয়ে সাপের মত মারধর করে। আমি বাঁচার আকুতি জানিয়েও লাভ হয়নি। এভাবে সাপকেও কেউ মারধর করেন না।
এরপর হাসপাতালে ভর্তি হলেও তারা তড়িঘড়ি করে সুস্থ্য না হতেই ছুটি দিয়ে দেয়। বেসরকারী হাসপাতালে চিকিৎসা ব্যয় বহন করা কঠিন। তাই আমাকে যেন হাসপাতালে ফিরিয়ে নিয়ে সুচিকিৎসা দেওয়া হয়।
আহত তরিকুলের ছোট বোন ফাতেমা বলেন, আমাদের পরিবার থেকে বেসরকারী হাসপাতালে ভাইয়ের চিকিৎসা খরচ চালানো খুব কঠিন হয়ে পড়ছে। তাই যেন আবার ভাইকে সরকারী হাসপাতালে ফিরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনে রাবি ছাত্র তরিকুলকে এভাবেই হাতুড়ি দিয়ে পেটানো হয়।
এতবড় ঘটনার পরও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার খোঁজখবর নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই কোটা সংস্কার আন্দোলনে তরিকুলকে একা পেয়ে হাতুড়িয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন। শোনা যাচ্ছে মামুনও কোটায় সুযোগ পাওয়া একজন ছাত্র। ওই ঘটনার পর থেকে রাজশাহীসহ সারাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই নেতাকে হাতুড়ি বাহক হিসেবে তিরস্কার করে পোস্ট দিতে দেখা গেছে।
খবর২৪ঘণ্টা/এমকে