বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল জুথী খাতুন (১৭) নামের এক কলেজ ছাত্রী। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বিয়ে বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করেন।
জানা গেছে, জুথী খাতুন উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কামার পাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। সে ফাহুয়াড়দিয়াড় মহিলা বিএম কলেজের ছাত্রী।
মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, জুথী খাতুন এর বিয়ে একই ইউনিয়নের আলম আলীর ছেলে মেহেদী হাসান সঙ্গে ঠিক করেন তার পরিবারের লোকজন। বুধবার গায়েহলুদ ও শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। সে উপলক্ষে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের খবরটি জানতে পারেন।
মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বিয়ে বাড়িতে গিয়ে কনের বাবা-মা এবং পরিবারের সকলকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করলে তারা মেয়ের বিয়ে ১৮ বছর না হওয়া পর্যন্ত দিবে না বলে মুচলেকা দেন। তারপর ঘটনাটি বর পক্ষকেও জানানোর ব্যবস্থা করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।