খবর২৪ঘণ্টা ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওরাঙ্গলে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। বুধবার ওরাঙ্গল শহরের কাশিবুগ্গা এলাকায় ওই শক্তিশালী বিস্ফোরণ হয়। নিহতরা প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির ছাদ উড়ে যায়, এমনকি ওই এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দা ও অনেক ক্রেতাও আগুনের ঝলকানিতে কমবেশি আহত হন। আহতদের স্থানীয় ওরাঙ্গল শহরের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি লাশগুলিকেও ওই হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজস্ব দফতরের শীর্ষ কর্মকর্তারা। শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু নিহত শ্রমিকদের শরীর এতটাই ঝলসে গেছে যে তাদের সনাক্তকরণেও যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয়।
পুলিশ সূত্রে খবর এদিন সকাল সাড়ে ১১টার দিকে ‘শ্রী ভদ্রকালি ফায়ারওয়ার্কস’ নামে ওই কারখানার ভিতরে বিস্ফোরণটি হয়। কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে যায়। সেসময় কারখানার মধ্যে ২১ জন কর্মী কাজ করছিলেন। আবাসিক এলাকায় ওই কারখানাটি থাকায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দাদের।
দুর্ঘটনার পরই সেখানে পৌঁছে যান ওরাঙ্গলের জেলা কালেক্টর এম. হারিথা এবং পারাকালার বিধায়ক চল্লা ধর্মা রেড্ডি। বিয়ের মাস হওয়ায় দুর্ঘটনাগ্রস্থ ওই কারখানার ভিতরেই অনেক ক্রেতাও উপস্থিত হয়েছিলেন।
তবে ঠিক কি কারণে ওই বিস্ফোরণ ঘটেছে তার কারণ খুঁজতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। সমস্ত নিয়ম মেনে ওই কারখানাটি চলছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা কালেক্টর।
খবর২৪ঘণ্টা.কম/নজ