নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জোড়মল্লিকা ব্রীজের উত্তরে রাসেল (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল জোড়মল্লিকা গ্রামের উমেদ আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় গ্রামের চা স্টলে বসে আড্ডা দেয়। পরে রাত ৯ টার দিকে তাকে তার মা ফোন দেয়, কিন্তু ফোনে টাকা শেষ হওয়ায় আর কথা বলা হয়নি। পরে রাতে বৃষ্টি আসায় বিশ্বকাপ খেলা দেখে বাড়ি আসবে মনে করে ঘুমিয়ে পড়ে।
সকালে ছেলের ফোন বন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে, পরে সকাল ৯ টার দিকে জমিতে যাবার সময় এক কৃষক রাসেলের লাশ দেখে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে লাশ সনাক্ত করে কান্নায় ভেঙ্গে পড়ে নিহতের পরিবার।
শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল জানান, ঘটনা শুনে সেখানে যাই, নিহতের পরিবারকে সান্তনাসহ সব ধরনের সহযোগিতা করা হবে। আশা করি দ্রুত মুল ঘটনা বেরিয়ে আসবে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।