বিনোদন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে মেসিদের হার দেখে আর্জেন্তিনাকে ফ্রি-তে কোচিং করাতে চান দিয়েগো মারাদোনা৷
চলতি বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র দিয়ে অভিযান শুরু করেন মেসিরা৷ এরপর ক্রোয়েশিয়ার বিরুদ্দে লজ্জার হার৷ ৩-০ গোলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই হারের ধাক্কা কাটিয়ে নাইজেরিয়া ম্যাচে কামব্যক করে আর্জেন্তিনা৷ নাইজেরিয়া ম্যাচেই রাশিয়া বিশ্বকাপের প্রথম গোলটি পান মেসি৷ লিও’রা সেই ম্যাচ যেতে ২-১ ব্যবধানে৷ এরপরই নকআউট পর্বে ছন্দপতন৷
ফ্রান্সের বিরুদ্ধে নটআউটে ৪-৩ গোলে হার আর্জেন্তিনার৷ অতি বড় আর্জেন্তাইন ভক্তও এমন হারের আশঙ্কা করেনি৷ ফ্রান্সের গতিময় ফুটবলের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি লিও’র নীল-সাদা ব্রিগেড৷ পুতিনের দেশের মেসিদের এক শোচনীয় হারের পর নিজের হতাশা লুকিয়ে রাখেননি আর্জেন্তাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা৷ বিশ্বফুটবলের মঞ্চে আর্জেন্তাইন ফুটবলের গৌরব ফেরাতে এবার তাই কোচের দায়িত্ব নিতে চান দিয়েগো৷ সেটাও বিনা পারিশ্রমিকে৷ অতীতে ২০০৮-১০, দু’বছর আর্জেন্তিনার কোচের দায়িত্ব সামলেছেন মারাদোনা৷ মেসিদের কোচের দায়িত্ব নিয়ে অবশ্য সেভাবে সাফল্য পাননি কিংবদন্তি ফুটবলার৷
খবর ২৪ঘণ্টা/ নই