খবর ২৪ঘণ্টা ডেস্ক: পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। অবশেষে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে। এক বছরের মধ্যে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের।
পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা ঠিক করতে খুব শিগগিরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পিয়ংইয়ং সফর করবেন বলে সম্প্রতি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন। অন্যদিকে পরমাণু বিজ্ঞানীরা বলছেন, উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রকরণে কমপক্ষে ১০ বছর সময় লাগবে।
রবিবার প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়, এক বছরের মধ্যে উত্তর কোরিয়াকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এ ক্ষেত্রে উত্তর কোরিয়ার দেওয়া প্রতিশ্রুত রক্ষার ওপর গুরুত্বরোপ করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
এ সময় জন বোল্টন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা একটা পরিকল্পানা ঠিক করেছি। এক বছরের মধ্যে উত্তর কোরিয়াকে কিভাবে পরমাণু ও ক্ষেপণাস্ত্র মুক্ত করা যায়, সে বিষয়ে খুব শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা করবেন। দ্রুত সময়ে পরমাণু অস্ত্র ত্যাগ করা উত্তর কোরিয়ার জন্যই ভালো। কারণ, তারা নিষেধাজ্ঞামুক্ত হতে পারবে।
উল্লেখ্য, ১২ জুন ট্রাম্প-কিম সম্মেলনে কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে একমত হয় উত্তর কোরিয়া। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের যৌথ বিবৃতিতে কখন, কিভাবে পিয়ংইয়ং পরমাণু অস্ত্র ত্যাগ করবে সে বিষয়ে বিস্তারিত না থাকায় শুরু থেকেই চলছে সমালোচনা।
খবর ২৪ঘণ্টা/ নই