খবর২৪ঘণ্টা ডেস্ক: সঞ্জয় দত্তের বায়োপিক যে মুক্তির পরেই এমন কামাল করবে তা হয়তো স্বয়ং রাজকুমারও ভাবতে পারেননি।রাজকুমার হিরানির ছবি মানেই দর্শকদের বাড়তি প্রত্যাশা। কিন্তু ‘সঞ্জু’ নিয়ে উৎসাহটা ছিল একটু বেশিই। তবে সঞ্জয় দত্তের বায়োপিক যে মুক্তির পরেই এমন কামাল করবে তা হয়তো স্বয়ং রাজকুমারও ভাবতে পারেননি। শুক্রবার সবে মুক্তি পেয়েছে ছবি। প্রথম তিন দিনে ১২০ কোটি টাকা রোজগার করেছে ছবি।
এর মধ্যে কেবল রবিবারেই ৪৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘সঞ্জু’। যা ভারতের ছবির ইতিহাসে সর্বকালীন রেকর্ড! ‘বাহুবলী ২’-এর ৪৬.৫০ কোটি টাকার রেকর্ড ভেঙে ৪৬.৭১ কোটি টাকা রোজগার করেছে সঞ্জয় দত্তের বায়োপিক।
‘সঞ্জু’ এ বছরের একশো কোটি ক্লাবের সপ্তম ক্লাব। এখনও পর্যন্ত তার সাফল্যের যা গতি, তা থেকে পরিষ্কার বাগি ২, পদ্মাবৎ বা রেস ৩-কে টপকে বছরের সেরা ছবি হয়ে উঠতে চলেছে রণবীর কপূরের ‘সঞ্জু’।
খবর২৪ঘণ্টা.কম/নজ