বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাদকদ্রব্য সেবনের অপরাধে চার যুবককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার আড়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো-নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের তাহের ভূইয়া ছেলে জনি আহম্মেদ (২০), একই গ্রামের বিষ্ণু মন্ডলের ছেলে উজ্জল মন্ডল (২১), রেজাউল ভূইয়ার ছেলে রায়হান ভূইয়া (১৮), আব্দুর রশিদের ছেলে রাজিব হোসেন (১৮)।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, আটককৃত চার যুবক আড়ানী এলাকায় মাদকদ্রব্য সেবন করছিল।
এ সময় গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।