নিজস্ব প্রতিবেদক :
গত জুন মাসে রাজশাহী জেলা ও মহানগরে হত্যা, ধর্ষণসহ ২১ নারী-শিশু নির্যাতনের শিকার হয়েছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জুন মাসে নারী হত্যা ২, আত্মহত্যা শিশু ১ ও নারী ৩, ধর্ষণ শিশু ১ ও নারী ৩, যৌণ নির্যাতন শিশু ২, অপহরণ ৩ শিশু, নিখোঁজ ১ শিশু, অস্বাভাবিক মৃত্যু ১টি।
জুন মাসে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে, রাজশাহী জেলার বাঘা উপজেলার খারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অপহরণ, একই উপজেলার বেড়েবাড়ি রিফুজি পাড়ায় ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, নগরীর শালবাগান এলাকায় গলায় ফাঁস দিয়ে ১৬ বছর বয়সী শিউলি খাতুনের আত্মহত্যা, নগরীর মাসকাটা দিঘী এলাকায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ, বাঘায় ফুলমন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনিতে পড়া ছাত্রীকে উত্ত্যাক্ত করার প্রতিবাদ করায় বাবাকে পেটানোর পর ছাত্রীকে অপহরণের হুমকি, দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ এলাকার এক শিশু (১২) অপহরনের শিকার, একই উপজেলার ৭ম শ্রেণির স্কুল ছাত্রী লাবনী আক্তার (১৩) অপহরণ হয়,
নগরীতে দড়িখড়বোনা এলাকায় ফজিলাতুন্নেছা নামের এক নারীকে স্বামী, ননদ, দেবরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, নগরীর মতিহার থানার খোজাপুর এলাকায় শিরিনা বেগম (৩৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, তানোরে ছাঐড় গ্রামে ভাতিজার প্রেমিকাকে (১৯) ধর্ষণের অভিযোগ, একই উপজেলার ইউপি সদস্যসের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, চালঘাটের ডাকরা গ্রামে তিশামনি (১৯) কে হত্যার অভিযোগ, তানোরে পুলিশ সদস্যের স্ত্রী মাহাফুজা আক্তার পলি’র (৩২) আত্মহত্যা, পুঠিয়ায় ধান ক্ষেত থেকে নাসিমা বেগম (৩০) নামের নারীর লাশ উদ্ধার পরিবারের অভিযোগ হত্যা, তানোরের কামারগাঁ ইউনিয়নের গাংঘাটি পূর্ব পাড়া গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রীকে (২৪) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ও পুঠিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের সেরজান বেওয়া (৯০) বিষ পানে আত্মহত্যা ঘটনা।
খবর২৪ঘণ্টা/এমকে