খবর ২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: জন আব্রাহাম, হৃতিক রোশন এবং সর্বশেষ আমির খান ছিলেন ধুম সিক্যুয়ালগুলোর আকর্ষণ। চোরের ভূমিকায় অভিনয় করলেও তারাই ছিলেন সিনেমার মূল প্রাণ। তাদের সঙ্গে আরও ছিল দুর্দান্ত পুলিশ অফিসার অভিষেক বচ্চন। তবে এবার শোনা যাচ্ছে ধুম সিক্যুয়ালের চার নম্বর সিনেমায় দেখা যাবে বলিউডের আরেক সুপারস্টার সালমান খানকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ধুমের পরবর্তী সিক্যুয়ালের জন্য সালমানের সঙ্গে সিনেমার প্রযোজক আদিত্য চোপড়ার প্রায় এক বছর ধরেই কথা চলছে। যদিও যশরাজ ফিল্মস থেকে এ বিষয়ে কোনো তথ্য এখনো খোলাসা করেনি।
পরিবর্তন আসতে পারে পুলিশ অফিসারের চরিত্রটিরও। শোনা যাচ্ছে অভিষেকের বদলে এ চরিত্রে দেখা যেতে পারে রণবীর সিংকে। ধুম থ্রির মতো এবারও পরিচালকের ভূমিকায় দেখা যাবে বিজয় কৃষ্ণ আচার্যকে।
খবর ২৪ঘণ্টা/ নই