খবর২৪ঘণ্টা ডেস্ক: দলের উদ্যোগে শুরু হওয়া জাতীয় ঐক্য প্রক্রিয়া সফল হলে সরকার তিনদিন ক্ষমতায় টিকতে পারবে না বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনাদেরকে আমরা এটুকু আমরা বলতে পারি আজকে সবাই সচেতন হয়ে উঠেছেন, সবাই কনসারন্ড হয়েছেন যে, আজকে দেশে যে অবস্থা চলছে তা চলতে দেওয়া যায় না। আজকের এই অবস্থার পরিবর্তন করতে হলে সকলেরই একটা ঐক্য দরকার। আর এটাতে যদি সফল হওয়া যায় ইনশাল্লাহ আওয়ামী লীগ তিনদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘আমাদের লক্ষ্য, একটা আন্দোলন সৃষ্টি করা, একটা জাতীয় ঐক্যসৃষ্টি করা। আমরা ইতিমধ্যে জাতীয় ঐক্যের কাজ শুরু করেছি, জাতীয় ঐক্যের কাজ চলছে। আমরা আশা করি এটাতে সফল হওয়া যাবে।’
এ সময় দলের নেতা-কর্মীদের সংগঠিত হয়ে ‘রাজপথে’ আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টি হলেও সেই ঐক্যই আমাদেরকে আন্দোলনের পথে নিয়ে যাবে। আর ঘরের ভেতরে নয়, সাহস করে নামুন। রাজপথে যু্বক-তরুণদের জমায়েত বাড়াতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ হোন, সংগঠন শক্তিশালী করেন।’
মির্জা ফখরুল বলেন, ‘এরা (সরকার) কোন দেশে পরিণত করেছে যে, রাষ্ট্রের আজকে হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মী জেলের মধ্যে কাটাচ্ছে। বিরোধী নেতা-কর্মীরা শান্তিতে একটু বাসায় থাকতে পারে না। বেশিরভাগই শরনার্থী হয়ে পড়েছে, অন্য এলাকায় চলে যায়, অন্য এলাকায় থাকতে হয়।’
খবর২৪ঘণ্টা.কম/নজ