খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: আলিয়া ভট্ট এবং রণবীর কপূরের সম্পর্কটা নিয়ে ক্যাটরিনা কাইফ কী বলছেন, তাই নিয়ে গুঞ্জন ছিলই। বেশ কিছু দিন তাঁরা একসঙ্গে জিম করার বা সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন না বলে শোনা যাচ্ছে, দু’জনের সম্পর্কে একটা শৈত্য এসেছে।
‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং করতে করতেই রণবীর এবং আলিয়ার প্রেমটা হয়েছে। কিন্তু সে ব্যাপারে আলিয়া নাকি ক্যাটরিনাকে কিছুই জানাননি। গোটা ব্যাপারটা চেপে গিয়েছিলেন। সেই কারণেই ক্যাটরিনা বিরক্ত হয়েছেন আলিয়ার উপর।
কারণ প্রকাশ্যে বন্ধুত্ব নিয়ে অনেক কিছুই বলে থাকেন আলিয়া। তাই ক্যাট ঠিক করেছেন, আলিয়াকে কোনও পরামর্শও দেবেন না। পাছে লোকে বলে, আঙুর ফল টক!
খবর২৪ঘণ্টা.কম/নজ