গোদাগাড়ী প্রতিনিধিঃ জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যাৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিচারক মন্ডলীর ফলাফলের উপর ভিত্তি করে প্রতিযোগিতের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে ফলাফল ঘোষণা করা হয়।
বক্তৃতার বিষয় ছিলো ‘‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ’’।
নির্ধারিত বিষয়ে প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করে গোদাগাড়ী কলেজের ছাত্রী শাহনাজ আক্তার রিক্তা, দ্বিতীয় স্থান অর্জন করেন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী জেসমিন আক্তার ও তৃতীয়স্থান অর্জন করে একই স্কুলের ছাত্রী মাহমুদা আক্তার ।
পরে বিজয়ীদের মাঝে সনদপত্র ও উপরহার তুলেদেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল কবির, গোদাগাড়ী বিদ্যুা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল হক, গোদাগাড়ী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান এবিএম কামারুজ্জামান বকুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন সুধিজন।
খবর ২৪ঘণ্টা/ নই