খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’ থেকে শেষ ১৬ নিশ্চিত করতে মাঠে নেমেছে জাপান ও সেনেগাল। ইতোমধ্যে দুটি দলটি নিজেদের প্রথম ম্যাচ জয় পাওয়ায় আজ জয়ী দলটি পেয়ে যাবে নক আউট পর্বের টিকিট। তবে সেনেগালের শুরুটা হয়েছে দারুন। ম্যাচের ১২তম মিনিটেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি।
রাশিয়ার একাতেরিনবুর্গ এরিনা স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের দারুণ ফুটবলশৈলী দিয়ে প্রথম ম্যাচে চমকে দিয়েছে জাপান ও সেনেগাল। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী কলম্বিয়াকে ২-১ গোলে হারায় এশিয়ার দেশটি। একই সঙ্গে সেনেগালও শক্তিশালী পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই