1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
একটি দৃশ্যের জন্য প্রায় ১২০টি টেক দিয়েছিলেন রণবীর! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

একটি দৃশ্যের জন্য প্রায় ১২০টি টেক দিয়েছিলেন রণবীর!

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুন, ২০১৮

খবর ২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: এই মুহূর্তে সিনেমায় রণবীর কপূর সই করলে অনেকটাই চিন্তামুক্ত থাকেন পরিচালক এবং প্রযোজক। কারণ রণবীরের অভিনয় বক্স অফিসকে চাঙ্গা করতে পারে। এখন শুটিংয়ে অভিনেতার আর রিটেকের প্রয়োজন হয় না। কিন্তু একটা সময়, পর পর টেক দিতে হত তাঁকে। এমনও হয়েছে, কোনও একটি দৃশ্যের জন্য প্রায় ১২০টি টেক দিতে হয়েছিল রণবীরকে! সেটা কোন দৃশ্য জানেন?

রণবীরের কেরিয়ারের শুরু ছিল ২০০৭-এ। সে বছরই মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় রণবীরের ডেবিউ ছবি ‘সাওয়ারিয়া’। সে ছবিতে সোনম কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর। আর সেখানেই একটি গানের দৃশ্যের শুটিংয়ে প্রায় ১২০ টেক দিয়েছিলেন রণবীর!

রণবীর জানিয়েছেন, ওই ছবির একটি গান ছিল, ‘যব সে তেরি নয়না…’। তথাকথিত ‘টাওয়ল সং’ হিসেবেই বলি মহলের পরিচিত এই গান। রণবীরের কথায়, ‘‘আমি প্রায় ৪৫-৫০ টা শট দিয়েছিলাম। সঞ্জয় খুব মিউজিক্যাল ডিরেক্টর। প্রত্যেকটা বিটে পারফেকশনের ওপর জোর দেয়। পরের দিন শুটিংয়ে যাওয়ার পর সঞ্জয় বলেছিল, আমি আবার শটটা নিতে চাই। সে দিন প্রায় ৭০ টা টেক দিয়েছিলাম।’’

রণবীরের শেয়ার করা বিহাইন্ড দ্য সিনের এই গল্প শুনে বলি মহলের একটা বড় অংশ প্রশংসার সুরে বলছেন, পারফেকশন বোধহয় একেই বলে!

খবর ২৪ঘণ্টানই

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST