1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
এক বছরে পা দিল দেবের প্রযোজনা সংস্থা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

এক বছরে পা দিল দেবের প্রযোজনা সংস্থা

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: দেব৷ সেই অভিনেতা যাঁর প্রথম ছবি ‘অগ্নিশপথ’ ফ্লপ৷ দুই বছর পর ‘আই লাভ ইউ’ ছবিতে হিরোর চরিত্রে চ্যাম্পিয়নের মত কামব্যাক করলেন দেব৷ ধীরে ধীরে লোক চিনতে শুরু করল তাঁকে৷ কেশপুরের ছোট্ট গ্রামের মহিশার ছেলে যে কলকাতার সেরা অভিনেতা হয়ে উঠবে কে ভেবেছিল?

কেরিয়ারের প্রথম দিকে টলিউডের অনেকেই পাত্তা দেয়নি তাঁকে৷ কতজনই তো ভেবেছিল, ‘হাইট থাকলেই হয় না৷ অ্যাপিয়ারেন্স টাও ম্যাটার করে’৷ প্রত্যেকটা সমালোচনা হাসিমুখে নিয়ে চুপচাপ এগিয়ে গিয়েছেন দেব৷ ‘আই লাভ ইউ’ ছবির সাফল্য তাঁকে অহংকারের ঘেরাটোপে ফেলতে পারেনি৷ সাফল্যটাকেও একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে টানা ১৪ মাস কোনও শ্যুটিং করেননি৷

মুম্বই গিয়ে শুরু করলেন নিজের গ্রুমিং সেশন৷ যেখানে নাচের প্রশিক্ষণ থেকে শুরু করে অ্যাকশন, ফাইটিং, সবরকমের প্রশিক্ষণ নিতে শুরু করলেন অভিনেতা৷ ফের বক্স অফিস কাঁপালেন রাজ চক্রবর্তীর অ্যাকশন-রোম্যান্সে ভরা ‘চ্যালেঞ্জ’ নিয়ে৷ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর রসায়নে বুঁদ হল গোটা টলিউড৷ ইন্ডাস্ট্রিতে পাকাপোক্ত জায়গা করে নেওয়ার ব্যবস্থা করে নিলেন দেব৷

শহরের টপ প্রযোজনা সংস্থার প্রতিটি হিট ছবিতে অভিনয় করা শুরু করলেন দেব৷ আর ঘুরে তাকাতে হল না তাঁকে৷ একের পর এক ব্লকবাস্টার ছবির অফার, টপ হিরোইনের বিপরীতে একজন অভিনেতা, তিনি হলেন দেব৷ বাজার পড়তে শুরু করল অন্যান্য অভিনেতাদের৷

একই ধারার ছবিতে অভিনয় করতে করতে বাজিমাত করলেন ‘চাঁদের পাহাড়’ দিয়ে৷ যারা ভাবত দেব কখনও অন্য ধারার ছবিতে অভিনয় করতে পারবেন না, তাদের উত্তর দিল ‘বুনো হাঁস’, ‘চাঁদের পাহাড়’, ‘অ্যামজনে অভিযান’৷ অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার পর প্রযোজনায় হাত পাকালেন দেব৷ ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচারস’৷

এক বছর সম্পন্ন হলে দেবের প্রযোজনা সংস্থার৷ এক বছরে একের পর এক বিভিন্ন ধরণের মুভি উপহার দিয়েছেন অভিনেতা৷ ‘চ্যাম্প’ ছবি দিয়ে শুরু করে ‘ককপিট’, ‘কবীর’ দিয়ে রমরমিয়ে চলেছে দেবের প্রযোজনা সংস্থা৷ সংস্থার চতুর্থ ছবি ‘হইচই আনলিমিটেড’ এখনও শ্যুটিংয়ের পথে৷ এ বছর পুজোয় মুক্তি পাবে ছবিটি৷

নিজের এই পথচলায় পাশে পেয়ে গেলেন এক সাথীকে৷ রুক্মিনী মিত্র৷ সূত্রের খবর, চুপিচুপি বাগদানও সেরে ফেলেছেন তাঁরা৷ নানা চড়াই-উতরাইয়ের, ওঠা-পড়া দেখেছেন দেব, শিক্ষাও নিয়েছেন সেসবের থেকে৷ তাই তো আজ বাংলার সেরা অভিনেতাদের মধ্যে একজন তিনি৷ এক বছরে তাঁর প্রযোজনা সংস্থাও বিখ্যাত হয়ে গিয়েছে৷

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST