সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যান মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোর রাতে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় যানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানা উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, চাপাইনবাবগঞ্জ থেকে আরপি স্পেশাল নামে যাত্রীবাহী বাস মহাসড়কের হরিনচড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলেই পৌঁছে আহতরে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক জন নিহত হয়। লাশ ও দুর্ঘটনাকবলীত বাস ও পিকআপ ভ্যান থানা হেফাজতরে রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ