বিশেষ প্রতিনিধি :
আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচন উপলক্ষে চলতি মাসের ১৩ তারিখে তপশিল ঘোষণা করা হয়। ঘোষিত তপশিল অনুযায়ী সকল প্রার্থীর প্রচারণার জন্য ব্যবহৃত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও লিফলেট নির্বাচনী এলাকা থেকে গত ২০ জুন রাতের মধ্যে অপসারনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনার তিন দিন পার হয়ে গেলেও তা পুরোপুরি কার্যকরী হয়নি। সকল প্রার্থীকে নিজ দায়িত্বে নির্বাচনী এলাকার মধ্যে থেকে অপসারণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
কিন্ত ২০ তারিখের মধ্যে পোস্টার অপসারণ হয়নি। পরে রাতারাতি মধ্য শহরের পোস্টার অপসারণ হলেও এখানো পাড়া-মহল্লায় ক্ষমতাসিন দলের এক মেয়র প্রার্থীসহ অন্যান্য কাউন্সিলর ও মেয়র প্রার্থীর পোস্টার ঝুলতে দেখা যাচ্ছে। ওই পোস্টারগুলোতে ঈদের শুভেচ্ছা জানিয়ে নৌকা মার্কায় ভোট চাওয়া হয়েছে।
নগরীর ভাটাপাড়া বাকির মোড়, কলাবাগানসহ বিভিন্ন পাড়া-মহল্লার দেওয়ালে দেওয়ালে যেভাবে পোস্টার লাগানো হয়েছে তা উঠিয়ে ফেলায় কঠিন। তারপরও সেগুলো এখনো উঠেনি বলে বাড়িওয়ালারা অভিযোগ করছেন। শনিবার সরজমিনে ঘুরে এসব এলাকার বাড়ির দেওয়ালে পোস্টার ঝুলতে দেখা গেছে।
নগরীর বাকির মোড় এলাকার হানিফ নামের এক বাড়িওয়ালার সাথে কথা হলে তিনি অভিযোগ করে জানান, তাদের বাড়ির বাউন্ডারী ও ঘরের দেওয়ালে এমনভাবে পোস্টার লাগানো হয়েছে অপসারণ করার পরে নতুন করে দেওয়াল রঙ করতে হবে। এছাড়াও যাদের পোস্টার তাদের নিজ দায়িত্বে এবং সরকারীভাবে অপসারনের কথা থাকলেও অজ্ঞাত কারনে তাদের দেওয়ালে এখনো পোস্টার গুলো রয়ে গেছে।
শামিম নামের একব্যক্তি অভিযোগ করে বলেন, পোস্টার লাগানোর সময় একই স্থানে বেশি পোস্টার লাগাতে নিষেধ করলে পোস্টার লাগানো লোকজন সেসময় তাদের হুমকি দিয়েছে। বাড়ির মালিকরা তাদের দেওয়াল থেকে সকল প্রার্থীর পোস্টার দ্রুত অপসারনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পোস্টার অপসারনের জন্য কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রাসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমআর