1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারত-বিরোধী বলে হিট লিস্টে নাম অপর্না সেন-বরখা দত্তের! - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন

ভারত-বিরোধী বলে হিট লিস্টে নাম অপর্না সেন-বরখা দত্তের!

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা, ডেস্ক: ভারত-বিরোধী লোকজনের উপর কড়া নজর রাখছে মোদী সরকার। এমনটাই দাবি করলেন আইনজীবী প্রশান্ত উমরাও পটেল। বিভিন্ন সময় হিন্দুত্বের পক্ষে বিভিন্ন মামলার করে শিরোনামে এসেছেন এই আইনজীবী। রাজনৈতিকভাবে তিনি বিজেপি ঘেঁষা বলেও শোনা যায়। তিনিই ট্যুইটারে একটি ‘হিট লিস্ট’ প্রকাশ করেছেন। তাঁর দাবি, এদের উপর নাকি বিশেষ নজর রাখা হচ্ছে।

নজরে কারা রয়েছেন সেই তালিকাও নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিয়েছেন প্রশান্ত। যদিও তালিকায় কারও কোনও স্বাক্ষর নেই। এই তালিকার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তালিকায় রয়েছেন অরুন্ধতী রায়, অপর্ণা সেন থেকে শুরু করে বরখা দত্ত, রাজদীপ সরদেশাই, সাগরিক ঘোষের মত বিশিষ্ট সাংবাদিকরা। মোট ৪৯ জনের নাম রয়েছে সেই তালিকায়। তাঁর দাবি, এঁরা ভারত-বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। এঁদের লেখা, বক্তব্য কিংবা বিভিন্ন সময় করা ট্যুইট কাশ্মীরে অস্থিরতা তৈরি করে। এরা পাকিস্তানের পক্ষে মন্তব্য করেন বলেও উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এই ধরনের কোনও তালিকার কথা স্বীকার করেন।

এর আগে আমির খানের ছবি ‘পিকে’-র বিরুদ্ধে মামলা করেছিলেন এই আইনজীবী। ছবিতে হিন্দু দেবতার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ ছিল তাঁর। ওই সিনেমার সঙ্গে পাক যোগের কথাও বলেছিলেন তিনি। এমনকী তাঁর অভিযোগের ভিত্তিতেই সেইসময় সেন্সর বোর্ডের চিফ লীলা সামসনকে পদচ্যুত করা হয়।

খবর২৪ঘণ্টা,কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST