নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা সভাপতি মঞ্জুর রহমান ওরফে মনিরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক শিবির নেতা নাটোর জেলার বড়াইগ্রাম থানার শিবপুর গ্রামের সোলাইমানের ছেলে। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।
নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বুধবার আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে নগর গোয়েন্দা শাখার এসআই মাহবুব হাসান ও এএসআই মাহবুব আলম সঙ্গীয় ফোর্সসহ নগরীর শাহমখদুম থানাধীন পোস্টাল একাডেমী এলাকা থেকে মনির কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মঞ্জুরের কাছ থেকে ১টি অবৈধ পিস্তল ও ৩ রাউন্ড গুলি (ম্যাগজিনসহ) জব্দ করা হয়। তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানা ও রাজপাড়া থানায় পৃথক দুটি মামলা রয়েছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকার একটি বাসা হতে আগ্নেয়াস্ত্র (পিস্তল), ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ও আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে