নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন দরিদ্র কৃতি শিক্ষার্থীকে উপবৃত্তির নগদ অর্থ ও সনদপত্র দিয়েছে স্থানীয় সরদার ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। বুধবার দুপুরে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় হল রুম এ উপবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরদার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক জেলা প্রশাসক ওবং সাবেক যুগ্ম সচিব আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুম সরদার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মু. রেজা হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী, কৃষি অফিসার আমিরুল ইসলাম, নলডাঙ্গা থানার ওসি নুর হোসেন খন্দকার।
আরো বক্তব্য রাখেন বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশীদ, বিশিষ্ঠ সমাজ সেবক ইয়াছিন উর রহমান, শহীদ নজমুল হক ডিগ্রি কলেজের প্রভাষক আইয়ুব আলী শেখ, নাজমুদ সাদাত বাবু প্রমুখ। বক্তব্য শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জনকে ৩ হাজার করে নগদ অর্থ ও একটি করে সনদপত্র প্রদান করা হয়। সরদার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাবেক জেলা প্রশাসক এবং সাবেক যুগ্ম সচিব আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুম সরদার ও উপজেলা নির্বাহী অফিসার মু. রেজা হাসান এসব কৃতি শিক্ষার্থীদের হাতে এই সহায়তা তুলে দেন। এসময় শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর24ঘণ্টা/এমকে