নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নিজ নিজ দলীয় মনোনয়নপত্র তুলেছেন বর্তমান মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক মেয়র নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার সকালে বিএনপির পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে বুলবুলের পক্ষে দলীয় মনোনয়নপত্র তোলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও লিটনের পক্ষে আ’লীগের ধানমন্ডিতে অবস্থিত দলীয় অফিস থেকে মনোনয়নপত্র তোলেন রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ তথ্য নিশ্চিত করে নগর বিএনপির সভাপতি ও রাসিক মেয়র বুলবুল বলেন, রাসিক নির্বাচনে আমার পক্ষে পার্টি অফিস থেকে দলীয় মনোনয়ন তুলেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই।
লিটনের দলীয় মনোনয়ন তোলার বিষয়টি নিশ্চিত করে নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার মুঠোফোনে বলেন, রাসিক নির্বাচনে আমি লিটন ভাইয়ের পক্ষ থেকে দলীয় মনোনয়নপত্র তুলেছি। দুপুর ১টায় জমা দিবো।
খবর২৪ঘণ্টা/এমকে