খবর২৪ঘণ্টা ডেস্ক: হেক্সা জয়ের মিশনে ব্রাজিলের অন্যতম কাণ্ডারি হিসেবেই দেখা হচ্ছে নেইমারকে। খেলার মাঠে প্রতিপক্ষরা নেইমারকে আটকানোর জন্য কষেন আলাদা ছক। যে কারণে প্রায় সব ম্যাচেই ফাউলের শিকার হতে হয় এই ব্রাজিলিয়ান তারকার। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড খেলোয়াড়রা সেই ফাউলের সংখ্যা নিয়ে গেছেন দুই অঙ্কের ঘরে। পুরো খেলায় নেইমারকে ফাউল করা হয়েছে ১০ বার।
খেলার প্রথম থেকেই নেইমারকে কড়া মার্কিংয়ে রাখছিলেন সুইস মিডফিল্ডার ভালোন বেহরামি। নেইমারকে বেশ কয়েকবার ফাউল করেন এই খেলোয়াড়। যার ফলশ্রুতিতে একবার হলুদ কার্ড দেখতে হয় তাকে। তবে নেইমারকে ফাউল করার কারণে এবার মৃত্যুর হুমকি পাচ্ছেন বেহরামি।
ভালোন বেহরামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ মন্তব্য এমনকি হত্যার হুমকিও দিচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকরা।
একজন ব্রাজিলিয়ান লিখেন, ‘তুমি যদি কখনো ব্রাজিলে আসো, তাহলে আমরা তোমাকে দেখে নেব।’
আরেকজন সমর্থক লিখেন, ‘নেইমারের সঙ্গে যে শত্রুতা করল, সে আমাদের সঙ্গেও শত্রুতা করল। তুমি এখন ব্রাজিলের ব্ল্যাকলিস্টে।’
শুধু বেহরামে নয়, তার বান্ধবীর অ্যাকাউন্টেও কুরুচিপূর্ণ মন্তব্য করতে পিছপা হননি ব্রাজিলিয়ান সমর্থকরা।
বেহরামি নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘নেইমার নাকি সবসময়ই পড়ে যায়।’ তার ভাষ্য, ‘মাঠে নেইমার সবসময়ই অপর পক্ষকে বিরক্ত করার চেষ্টা করবে। কিছু হলেই সে মাটিতে পড়ে যাবে। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি এবং ভালো ফলাফলও পেয়েছি।’
খবর২৪ঘণ্টা.কম/নজ