নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫ রাজশাহীর মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৪ জনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯ জুন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর একটি দল গোদাগাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক কে ৭ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে