সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে সেবামূলক সংস্থা সোস্যাল সার্ভিস ফর ডিসএবেল চিলড্রেন (এসএসডিসি) এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পারসগুনা (সোনামুখী) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোস্যাল সার্ভিস ফর ডিসএবেল চিলড্রেন (এসএসডিসি) এর আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
উক্ত উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পার সগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী খোরশেদ আলম, সহ-সভাপতি আম্বিয়া মাষ্টার, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রঞ্জু আহাম্মেদ, যুবলীগ নেতা রাজিব আহাম্মেদ প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ