নাটোর প্রতিনিধি: নাটোরে মোটর সাইকেল ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পন্ডিতগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক মঙ্গলবার তার মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে নাটোর শহরের দিকে আসছিল। পথে পন্ডিতগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ