জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্য থেকে এক নারী মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ওই নারী মারা যান। নিহতের নাম শেফালী বেগম (৩০)। তিনি উপজেলার পলাশতলীর আব্দুল মান্নানের স্ত্রী।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার করিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জামালপুরে এফএস কসমেটিক্স লিমিটেডের কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগ্নিকাণ্ড ঘটে। এতে কারখানার ম্যানেজারসহ অন্তত ১১ শ্রমিক দগ্ধ হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ