বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে রড় মিস্ত্রি শাওন হোসেন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গোচর গ্রামের আরসাদ হোসেনের ছেলে শাওন হোসেন নিজ বাড়িতে ফ্যানের সংযোগ মেরামত করছিল। এ সময় বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়ার পথে তার মৃত্যু হয়। শাওন
হোসেন (২০) দীর্ঘদিন থেকে চট্রগ্রামে এক কম্পানিতে রড় মিস্ত্রির কাজ করত। আগামী বৃহস্পতিবার আবার তার নিজ কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিল। আগেই নিজ বাড়িতে মৃত্যু হলো তার। তবে এ ঘটনা জানার পর থেকে শাওন হোসেনের বাবা আরসাদ হোসেনের বাকবন্ধ হয়ে গেছে। সে কোন কথা বলতে পারছেনা। বুক ধরে এদিক সেদিক শুধু তাকিয়ে দেখছেন। আর মুখ নাড়ছেন। নিহত শাওন। সে দীর্ঘ এক বছর পর বাবা-মার সাথে ঈদ করতে গত শুক্রবার ছুটিতে বাড়িতে আসে।
খবর২৪ঘণ্টা.কম/নজ