নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে হামলা চালিয়ে সাংবাদিকের গাড়ি ভাংচুর করা হয়েছে।রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলনের মোটর সাইকেল ভাংচুর করা হয়। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার
দিকে নগরীর রানিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিক নুরে ইসলাম মিলন বাদি হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, সাংবাদিক মিলন তার অফিস মিয়াপাড়া থেকে নিউমার্কেট যাওয়ার পথে রানিবাজার এলাকায় অবস্থিত তার ভাইয়ের দোকানে দাড়িয়ে কথা বলছিলেন এ সময় রানিবাজার এলাকার হাবিব খানের দুই
ছেলে হাসিব(২৬) ও হিমেল(২২) সহ আরো ৭/৮ জন রড,পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে কিছু বুঝে উঠার আগে মিলনের ফ্রিডম সিলভার কালার মোটরসাইকেলে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে।পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এতে গাড়িটির ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে গাড়িটি থানার হেফাজতে রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী এস আই নাসির বলেন, অভিযোগটি আমার হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবর ২৪ঘ ন্টা/এম কে