গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গোদাগাড়ীর প্রাণকেন্দ্রে অবস্থিত পদ্মাতীরবর্তি গোদাগাড়ী মডেল থানা ক্যাম্পাসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মোঃ লুৎফর রহমান, উপজেলা ভাইস
চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রাজশাহী জেলাপরিষদ সদস্য ও গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সধারণ সম্পাদক মোঃ রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহাদুল হক মাস্টার, গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মইনুল ইসলাম,
গোদাগাড়ী উপজেলা ভারপ্রাপ্ত সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আবদুল বাতেন, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী,
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কাকনহাট পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হুমায়ন কবির, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান রুহুল আমিনসহ সাংবাদিক, সুশিলসমাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দেশ ও দশের সুস্থতা ও আতœান মাগফিরাত কামনা করে দোয় মাহফিল করা হয়। দোয়াটি পরিচালনা করেন গোদাগাড়ী থানা মসজিদের পেশ ইমাম মাও. হারেজ উদ্দীন।
খবর২৪ঘণ্টা.কম/নজ