চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে শাওন আলী (১২) ও তারেক হোসেন (১১) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবরী দল। শাওন আলী শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর টাওয়ারপাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে ও তারেক হোসেন মনাকষার এলাকার আবুল কালামের ছেলে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন জানিয়েছে- সোমবার দুপুরে শাওন ও তারেক পাগলা নদীতে গোসল করতে যায়। এসময় দুজনই নদীতে ডুবে যায়। গত সোমবার রাতে শাওনের মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবরী দল রাতেই নদী থেকে শাওনের মরদেহ উদ্ধার করে। এছাড়া মঙ্গলবার সকালে তারেক হোসেনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তারেক হোসেন বেশ কয়েকদিন আগে তার নানীর বাড়িতে বেড়াতে আসে বলে জানিয়েছে তার পরিবার।
এ প্রসঙ্গে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সিরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শাওন ও তারেকের মরদেহ ২০৯ ঘন্টার মধ্যে উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ