নিজস্ব প্রতিবেদক, খবর ২৪ ঘণ্টা:
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পছন্দের জুতা স্যান্ডেল কেনার জন্য শোরুমগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দশ রোজার পর থেকেই এসব শোরুমে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। হুমড়ি খেয়ে পড়ে সকল বয়সের মানুষ। বেশির ভাগ মানুষের পছন্দের জুতা স্যান্ডেলের তালিকায় রয়েছে বাটা। কারণ হিসেবে ক্রেতারা বলছেন, বাটা যেমন টেকসই তেমনই আরামদায়ক।
জুতা স্যান্ডেলের জন্য বাটা এবার ঈদে ভিন্ন ধরণের ডিজাইন নিয়ে বাজারে এসেছে। কোয়ালিটি সম্পন্ন জেুতা ও স্যান্ডেল ১ হাজার টাকা থেকে তিন হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
শোরুমগুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকছে। দিনরাত বেচাকেনায় কর্মচারী ব্যস্ত সময় পার করছেন। যেন একটু দম ফেলার সময় নাই। ঈদ ঘনিয়ে আসায় বেচাকেনা বেড়ে গেছে।
এছাড়াও লোটটো, এ্যাপেক্সসহ অন্যান্য জুতার শো-রুম গুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
এদিকে, ব্রান্ডের শোরুম ছাড়াও নগরীর সাহেব বাজার এলাকার জুতা-স্যান্ডেলের দোকানে ব্যাপক ভিড় দেখা গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকছে দোকানগুলো।
গত রোববার দুপুরে সরজমিনে নগরীর সাহেব বাজারে গিয়ে দেখা যায়, দোকানিরা ক্রেতাদের পছন্দের জুতা-স্যান্ডেল দিতে ব্যস্ত সময় পার করছেন। প্রত্যেকটা দোকানেই ক্রেদাদের ভিড় রয়েছে। ক্রেতারা ঈদ উদ্যাপন করতে পছন্দের জুতা-স্যান্ডেল কিনছেন।
সাহেব বাজারে বাবা-মায়ের সাথে চটি কিনতে আসা ফাইমা নামের এক তরুণী বলেন, ঈদ মানেই আনন্দ। ঈদে নতুন কিছু কিনতে পারলে ভাল লাগে। তাই বাবার সাথে চটি কিনতে এসেছি।
রুমানা নামের আরেক নারী বলেন, ঈদে নতুন জুতা না কিনলে ভাল লাগে না। তাই পরিবারের সদস্যদের নিয়ে জুতা-স্যান্ডেল কিনতে এসেছি। এবার সাহেব বাজার এলাকার ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেশি।
সাহেব বাজারের এক স্যান্ডেল ব্যবসায়ী বলেন, এবার অন্যবারের তুলনায় বেচাকেনা ভাল হচ্ছে। বিক্রি ভাল হওয়াল লাভও ভাল হওয়ার আশা করছি।
খবর২৪ঘণ্টা/এমকে
নগরীতে গলায় ফাঁস