খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নিতে চান না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নিতে নিরাপদ মনে করেন না বলেই তিনি সেখানে চিকিৎসা নিতে চাচ্ছেন না। দেশের জনগণ বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চরম উৎকন্ঠিত।
তিনি অভিযোগ করে বলেন, ইউনাইটেড হাসপাতালে উন্নতমানের চিকিৎসার দাবি উপেক্ষা করে সরকার বেগম জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা বলে চলেছে। সেখানে তো সব দলবাজ চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে তো আগেই সেখান থেকে চাকুরীচ্যুত করে বিদায় দিয়ে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের দলবাজ চিকিৎসকদের দ্বারা তার (খালেদা জিয়া) যথাযথ চিকিৎসা হবে না। কেন না তাদের ওপর বেগম জিয়া এবং দেশের মানুষের কোন আস্থা নেই। তারপরও সরকার জবরদস্তিমূলকভাবে তাকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেয়ার কথা বলা, দূরভিসন্ধিমূলক ও সুপরিকল্পিত চক্রান্ত।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গুরুত্বর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে তাচ্ছিল্য ও অবহেলা চলছে তাতে গভীর আশঙ্কা হয় সরকার বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার মহাচক্রান্তে লিপ্ত রয়েছে।
গত ৫ জুন ট্রানজিয়েন্ট স্কীমিক এ্যাটাকে (টিআইএ) খালেদা জিয়া প্রায় ৫/৬ মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার নিকটাত্মীয়রা তার সাথে দেখা করে আসার পর ঘটনা আমাদেরকে অবহিত করার পূর্ব মূহুর্ত পর্যন্ত কারা কর্তৃপক্ষ নিরব নিশ্চুপ থেকেছে। আমরা গণমাধ্যমে এ বিষয়ে সোচ্চার হওয়ার পর কারা কর্তৃপক্ষ ঘটনাটি জানে না বলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন। তাহলে কী বিএনপি চেয়ারপারসনের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিতেই কারা কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে?
বেগম জিয়া রাজি থাকলে মঙ্গলবার তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হবে- কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) সৈয়দ ইফতেখার উদ্দিনের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আইজি প্রিজন্স সরকারের নির্দেশের বাইয়ের কথা কথা বলতে পারবেন? সুতরাং তার বক্তব্য দূরভিসন্ধিমূলক ও সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ