খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নারায়ণগঞ্জে ১০ বছরের শিশু খোদেজাকে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুজন, আলামীন, আবুল কালাম ও শাহাদাৎ। এরা চারজন বন্ধু। তবে রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের অনুপস্থিতিতেই আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার আলীরটেক এলাকার আলী আকবরের দশ বছর বয়সী মেয়ে খোদেজাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার চার যুবক। এরপর থেকে খোদেজা নিখোঁজ ছিল। পরদিন সকালে বাড়ির পাশে একটি সরষে ক্ষেত থেকে খোদেজার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খোদেজার বড় ভাই আনসার আলী বাদী হয়ে চারজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। তবে ঘটনার পর থেকেই চারজন পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি।
তিনি আরও জানান, এই মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। নিহত খোদেজার ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ