খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে দ্রুতগতির বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাত কলেজছাত্র। সোমবার সকালে পিকনিকে যাওয়ার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
সোমবার সকালে রাজ্যের সান্ত কবির নগর এলাকা থেকে পিকনিকে যাওয়ার জন্য বাসে করে আগ্রার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন ওই যাত্ররা। কিন্তু কনৌজ এলাকায় পৌঁছে তাদের বাসের ডিজেল ফুরিয়ে যায়। তখন রাস্তার পাশের এক পেট্রোলপাম্প থেকে ডিজেল নিতে থামে বাসটি। এসময় ওই ছাত্ররা মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় আগ্রা থেকে লক্ষ্নৌগামী দ্রুতগামী একটি বাস তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন কয়েকজন, বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর।
এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। এছাড়া তাদের জন্য ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।